Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

  ১৯৩৬ ইং সনে স্থানীয় গন্যমান্য  ব্যক্তিবগের একান্ত চেষ্টায় যেমন -মরহুম গনী মিয়া সাহেব , মরহুম মনু মিয়া সাহেব , স্বগীয় ডা. প্যারীমোহন দেবনাথ , স্বগীয় যোগেন্দ্র চৌধুরী প্রমুখ উৎসাহে সবপ্রথম  বীরেন্দ্র গঞ্জ  বাজারে একঘরে এম.ই স্কুল প্রতিষ্টা করেন । তাদের একান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে সাহায্য গ্রহন করে স্কুলের আসবাপত্র প্রস্তুত করেন । উল্লেখিত ব্যক্তিগন স্কুলের জায়গা ও ঘর পাওয়ার চেষ্টার ফলে স্বগীয় প্যারী মোহন দেবনাথ  স্কুলের জায়গা দিতে রাজি হন । গৃহ নিমাণের জন্য মরহুম মনু মিয়া সাহেব কে  অনুরোধ  করলে তার পিতার নামে নামাকরন করলে , স্কুল গৃহ তৈরী করে দেবেন বলে স্বীকৃতি দেন  । মরহুম ডা. প্যারী মোহন দেবনাথ , ভোজপুর মৌজায় জায়গা চিহ্তি করে  দিলে উক্ত  জায়গায় মরহুম মনু মিয়া সাহেব চার কক্ষবিশিষ্ট একখানা টিনের ঘর নিমান করে দেন তখন স্কুলের নাম তার পিতার নামে অথাৎ আছিদ উল্লা এম.ই স্কুল নামে আত্নপ্রকাশ পায় ।