১৯৩৬ ইং সনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগের একান্ত চেষ্টায় যেমন -মরহুম গনী মিয়া সাহেব , মরহুম মনু মিয়া সাহেব , স্বগীয় ডা. প্যারীমোহন দেবনাথ , স্বগীয় যোগেন্দ্র চৌধুরী প্রমুখ উৎসাহে সবপ্রথম বীরেন্দ্র গঞ্জ বাজারে একঘরে এম.ই স্কুল প্রতিষ্টা করেন । তাদের একান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে সাহায্য গ্রহন করে স্কুলের আসবাপত্র প্রস্তুত করেন । উল্লেখিত ব্যক্তিগন স্কুলের জায়গা ও ঘর পাওয়ার চেষ্টার ফলে স্বগীয় প্যারী মোহন দেবনাথ স্কুলের জায়গা দিতে রাজি হন । গৃহ নিমাণের জন্য মরহুম মনু মিয়া সাহেব কে অনুরোধ করলে তার পিতার নামে নামাকরন করলে , স্কুল গৃহ তৈরী করে দেবেন বলে স্বীকৃতি দেন । মরহুম ডা. প্যারী মোহন দেবনাথ , ভোজপুর মৌজায় জায়গা চিহ্তি করে দিলে উক্ত জায়গায় মরহুম মনু মিয়া সাহেব চার কক্ষবিশিষ্ট একখানা টিনের ঘর নিমান করে দেন তখন স্কুলের নাম তার পিতার নামে অথাৎ আছিদ উল্লা এম.ই স্কুল নামে আত্নপ্রকাশ পায় ।
ছাত্র -ছাত্রীর সংখ্যা ( শ্রেীণীভিত্তিক )
৬ষ্ঠ শ্রেীণী = ছাত্র = ১৪৯ জন
= ছাত্রী = ১৫৯ জন
৭ম শ্রেীণী = ছাত্র = ১৫০ জন
= ছাত্রী =১৯০ জন
৮ম শ্রেীনী = ছাত্র = ১১১ জন
= ছাত্রী = ১২৪ জন
৯ম শ্রেীণী = ছাত্র= ৬৮ জন
= ছাত্রী = ১০০জন
১০ম শ্রেীণী = ছাত্র = ৭৩জন
= ছাত্রী = ৬১জন
এস.এস.সি পরীক্ষার বিগত পাচঁ বছরের ফলাফল ।
২০০৯ সালে পাসের হার = ৭৬.২৭ %
২০১০ সালের পাসের হার = ৯১.৯৪%
২০১১ সালের পাসের হার =৫৭.৭২%
২০১২ সালের পাসের হার = ৯৫.৫৮%
২০১৩ সালের পাসের হার = ৯০.৯৮%
জে.এস.সি পরীক্ষার বিগত তিন বছরের ফলাফল ।
২০১০ সালের পাসের হার= ৭১.৮১%
২০১১ সালের পাসের হার = ৮৪.৬৬%
২০১২ সালের পাসের হার =৮৯.৬৯%
শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড দিয়া সি এন জি যোগে ভোজপুর বাজারে আছিদ উল্লা উচ্চ বিদ্যালয় অবস্থিত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস