হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়টি মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলার রামনগর গ্রামে অবস্থিত । বিদ্যালয়টি ১৯৯৭ইং সালে বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো : ইউছুফ আলী প্রতিষ্টা করেন । বর্তমানে ৬ষ্ট হতে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্র/ছাত্রী র সংখ্যা প্রায় ৫০০ জন । শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৩ জন । বর্তমানে সরকারের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়া সামগ্রী সরবরাহ করা সত্ত্বে ও ভবনের অভাবে স্মার্ট ক্লাশরুম চালু করা যাচ্ছে না এতে করে সরকারের আইসিটি নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব হয়নি ।
৬ষ্ট শ্রেণী = ছাত্র = ৬২ ছাত্রী = ৮৮
৭ম শ্রেণী = ছাত্র = ৩২ ছাত্রী = ৫৫
৮ম শ্রেনী = ছাত্র= ৪৪ ছাত্রী = ৪৭
৯ম শ্রেনী = ছাত্র =১৭ ছাত্রী = ৩২
১০ শ্রেনী = ছাত্র = ১৭ ছাত্রী = ৩২
বিগত পাচঁ বছরের এস.এস.সি পরীক্ষার পাশের হার
২০১৩= ১০০%
২০১১২=৯৬.৬১%
২০১১ = ৫৯.৪৩%
২০১০ = ৯৪%
২০০৯ = ১০০%
২০১৩ সালে ২ জন A + পায় ।
একটি আদশ ও মান সম্পন্ন প্রতিষ্টান হিসাবে গড়ে তোলা । বতমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ICT সমৃদ্ধ আধুনিক প্রযুক্তি ব্যবহারের সাথে সামঞ্জ্যস বজায় রাখা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস